অর্থনীতি অনার্স ১ম বর্ষে নতুন ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি।

4 March, 2025


অর্থনীতি অনার্স ১ম বর্ষ:

অর্থনীতি অনার্স ১ম_বর্ষ (২০২৩-২০২৪)  ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি।

ঢাবি অধিভুক্ত ৭ কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ কোর্স ভিক্তিক অনলাইন #ICU_H1 ব্যাচটি এপ্রিল মাসের ৫ তারিখে শুরু হবে ইনশাআল্লাহ। 

♻️ এই ব্যাচটি মোট ১০০ দিনের কোর্স ভিক্তিক ব্যাচ। যেখানে প্রথম বর্ষের মেজর ৪ টি সাবজেক্ট ডিপলি শেষ করা হবে। ৪ টি সাবজেক্ট এর উপর মোট ক্লাস সংখ্যা ১৩৫ টি। সাবজেক্ট অনুযায়ী ক্লাস সংখ্যা নিম্নরূপ-

  1. ▪️Basic Mathematics - (45 class) 
  2. ▪️Basic Statistics - (32 Class)
  3. ▪️Basic Microeconomics - (30 Class)
  4. ▪️Basic Macroeconomics - (28 Class)

সপ্তাহে ১০ দিন ক্লাস হবে। ৪ দিন লাইভ ক্লাস ৬ দিন রানিং সেশনের জন্য নেয়া রেকর্ড ক্লাস দেয়া হবে। ফুল কোর্স ফি ৪৫০০ টাকা। যা সর্বোচ্চ ৩ কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকবে প্রতি কিস্তি কমপক্ষে ১৫০০ টাকা।

▪️ এই ব্যাচে ইম্পুর্ভমেন্ট এর স্টুডেন্ট এক বা একাধিক সাবজেক্ট আলাদা ভাবে পড়তে পারবে সেক্ষেত্রে যত গুলো সাবজেক্ট নিবে তার সম্পুর্ন ফি পরিশোধ করে সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে সেক্ষেত্রে সাবজেক্ট অনুযায়ী ফি হবে-

▪️Mathematics- 2000 Tk▪️ Statistics- 1500 Tk▪️ Micro--1300 Tk ▪️ Macro-1200 Tk 

▪️ কোর্স চলাকালীন পড়াশোনার ক্ষেত্রে যেকোনো সমস্যায় সার্বক্ষণিক ম্যাসেজিং গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেয়া হবে। ক্লাস হবে ফেইসবুক সিক্রেট গ্রুপে লাইভ এবং রেকর্ড ক্লাস আপলোড করার মাধ্যমে। প্রতিটি ক্লাস সেইভ থাকবে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত।

▪️ ভর্তি হতে  H.S Economics Academy  পেইজে নক করুন। একাডেমির নিজস্ব ওয়েবসাইটে ফর্ম পূরণ করার মাধ্যমে ভর্তি সম্পুর্ন করতে হবে।

ভর্তি ফর্ম লিংক- Admission Form