এস.এম.মইনুল হাসান
এস.এম.মইনুল হাসান ১৯৮৬ সালের ৩০ শে ডিসেম্বর গোপালগঞ্জ জেলার সদর উপজেলার তাড়গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন।ছোটবেলা থেকেই তিনি চঞ্চল ও ডানপিটে ছিলেন।পড়াশোনার পাশাপাশি খেলা-ধুলায় ছিল তার ব্যাপক মনোযোগ। আন্তঃস্কুল অ্যান্ড আন্তঃ কলেজ প্রতিযোগিতায় এথলেটিক্সে বরাবরই তিনি চ্যাম্পিয়ন হতেন।খেলা-ধুলায় তার ২৯টি সনদও রয়েছে।প্রাইমারি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত অধিকাংশ ক্লাসেই ছিলেন ক্লাস টপার।২০০১ সালের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে প্রথম শ্রেনী পেয়ে কৃতিত্বের সাথে SSC পাস করেন।২০০৩ সালে মাদারীপুর সরকারি নাজিমউদ্দীন কলেজ থেকে প্রথম শ্রেনী পেয়ে HSC শেষ করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এক বছর লস দিয়ে ২০০৪-২০০৫ শিক্ষাবর্ষে অর্থনীতি অনার্স প্রথম বর্ষে ভর্তি হন সনামধন্য ঢাকা কলেজে।প্রথম বর্ষ ফাইনাল পরিক্ষায় ডিপার্টমেন্ট থেকে একাই First Class পেয়ে সকলের নজরে আসেন।২০০৮ সালে অর্থনীতিতে প্রথম শ্রেনী পেয়ে অনার্স শেষ করেন।২০০৯ সালে ঢাকা কলেজ থেকেই অর্থনীতিতে প্রথম শ্রেনী পেয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।তিনি অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত অবস্থায় প্রতিষ্ঠা করেন H.S Economics Academy যা এতোটাই জনপ্রিয়তা পায় যার কারনে কোনো চাকুরিতে প্রবেশ করেননি।ঢাকার কলেজ গুলোর শিক্ষার্থীদের কাছে H.S Economics Academy একটি ভরসার নাম।তিনি ছোটবেলা থেকেই লেখালেখি পছন্দ করতেন।শিক্ষা জীবনের সকল স্তরেই তিনি First Class পেয়েছেন।তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।