➡️ ভর্তি ফরম পূরনের আগেই আপনার নেয়া কোর্স সম্পর্কে জেনে নিন। ফেইসবুক সিক্রেট গ্রুপে যুক্ত হবার জন্য কোর্সের সকল নিয়ম মেনেই আপনাকে ফেইসবুক সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে।
➡️ ভর্তি ফরমের সকল তথ্য অবশ্যই পুরন করতে হবে।
➡️ আপনার দেয়া তথ্য গুলো আমরা অবশ্যই যাচাই করবো। ভূল তথ্য দিলে আপনার ফরমটি বাতিল করা হবে।
➡️ ভর্তি ফরম পূরণ করার সময় আপনার দেয়া তথ্য গুলো অবশ্যই মনে রাখতে হবে। পরবর্তী Login ও ফরগেট পাসওয়ার্ড এর ক্ষেত্রে আপনার দেয়া তথ্য গুলো প্রয়োজন হবে।
➡️ রেগুলার কোর্সের ক্ষেত্রে নির্ধারিত কোর্স ফি প্রতি মাসের প্রথম ৩ ক্লাসের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে। অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ ২০ তারিখ পর্যন্ত কোর্স ফি পরিশোধ এর সময় বৃদ্ধি করা যাবে।
➡️ আপনার রেগুলার কোর্স ফি চলতি মাসের ২৮ তারিখের মধ্যে পরিশোধ না হলে আপনার প্রফাইল বন্ধ করা হবে। এবং আপনার আইডি ফেইসবুক সিক্রেট গ্রুপ থেকে বাতিল করা হবে।
➡️ রেকর্ড কোর্সের ক্ষেত্রে কোর্সের নির্ধারিত ফি পরিশোধ করেই কোর্সে ভর্তি হতে হবে।
➡️ ভর্তির সময় দেয়া আপনার ফেইসবুক আইডি কোনো কারনে পরিবর্তন করা যাবে না।
➡️ উপরে উল্লেখিত কোনো একটি শর্ত ভঙ্গ করলে আপনার আইডি Deactive হয়ে যাবে। সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে একাডেমির হেল্প সেন্টার থেকে পূনরায় আপনার আইডি Active করতে পারবেন।
➡️ আমাদের প্রতিটি কোর্স সম্পর্কে ওয়েব সাইটে বিস্তারিত দেয়া রয়েছে। তারপরেও কোনো বিষয় জানার জন্য একাডেমির ফেইসবুক পেইজ-
এবং হেল্পলাইন নাম্বারঃ-
01846-956557
নাম্বারে যোগাযোগ করতে পারবেন।
ধন্যবাদ।